পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

বজ্রাঘাতে এক ছাত্রের মৃত্যুতে ইসলামপুর থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পাশাপাশি দুই ছাত্রীর জখম হবার খবর মিলেছে।জানা গিয়েছে, ইসলামপুর থানার আগডিমটিখন্তি গ্রাম পঞ্চায়েতের উত্তর গাথিয়াটোল গ্রামের বাসিন্দা মহম্মদ রমজানের ছেলে মহম্মদ জিসান (১৫) মাঠে গরু আনতে গেলে বজ্রাঘাতে জখম হয়ে পড়ে।খবর পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

মহম্মদ জিসান পাটাগোড়া হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।অন্যদিকে ইসলামপুর থানার কমলাগাঁও সুজালী অঞ্চলের গাথিয়াটোল গ্রামেও বজ্রাঘাতে দুই ছাত্রী গুরুতর জখম হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুনঃ বজ্রাঘাতে মৃত্যু
ওই গ্রামের মহম্মদ আমিরুদ্দিনের মেয়ে চেন বানু ও মহম্মদ পজিরুদ্দিনের মেয়ে সাজনুর বেগম ওরফে লাভলি মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে জখম হয়েছেন।এই দুই ছাত্রী আতালদাঙি হাই স্কুলের বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584