সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
প্রায় ঘন্টায় ৭০ কিমি বেগে কলকাতায় সহ দক্ষিন ২৪ পরগনায় আছড়ে পড়ল কালবৈশাখী।সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত এবং মুষল ধারে বৃষ্টি।যার ফলে ইতিমধ্যে গ্রামে গ্রামে বেশ কয়েকটি জায়গায় ছোট গাছ উপড়ে পড়েছে বলে জানা যাচ্ছে।বিশেষ করে সুদূর সুন্দরবন এলাকার বেশ কয়েকটি জায়গাতে গাছ রাস্তার উপর পড়েছে।
যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে প্রশাসনের তরফে একজন মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অভিষেক পন্ডা (২১) পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ে বাড়ি।ঝড়ের দাপটে পড়ে নৌকাডুবিতে মৃত্যু হয়েছে ঝড়খালিতে।।মুষলধারে বৃষ্টিতে ইতিমধ্যে শহরের বেশ কয়েকটি প্রান্তে জল জমে ।
আরও পড়ুনঃ বর্তমানের প্রাকৃতিক দুর্যোগ এবং অতীতের দক্ষিন দিনাজপুর নিয়ে আত্মপ্রকাশ তথ্যচিত্রের
পাশাপাশি আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে,আধ ঘন্টা হাওয়ার গতিবেগ প্রচন্ড ছিল। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে গ্রামগঞ্জের দিকে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। পাশাপাশি আগামী তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করল আলিপুর হাওয়া অফিস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584