সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
আজ ভোরে ক্যানিং থানার সাতমুখীতে অতিরিক্ত যাত্রী বোঝায় দুটি অটো মুখোমুখি সংঘর্ষে এক মহিলার মৃত্যু হয় আহত তিনজন যাত্রী।ক্যানিং থেকে একটি অটো হেড়োভাঙ্গার দিকে যাচ্ছিলেন, আর সেই সময় হেড়োভাঙ্গা থেকে ক্যানিংয়ে আসছিলেন এবং তখনই সাতমুখীর বাজারের কাছে দুটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়,তাতে দুই অটো আরোহী সহ চারজন আহত হয়।
তাদের মধ্যে এক মহিলা আছে।স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।মৃত মহিলার পরিচয় এখনও জানা যায়নি।মহিলার পরিচয় জানার চেষ্টা করছে ক্যানিং থানার পুলিশ।
আরও পড়ুনঃ আখড়ায় লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
এই ঘটনায় পুলিশ একটি অটো আটক করলেও চালক পলাতক।আহতরা হলেন এলাহী মোল্লা,ইশাহক সেখ ও সমরেশ রায়।আহতরা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরে ক্যানিং মহকুমা হাসপাতালে আসে ক্যানিং থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584