শুভশ্রী মৈত্র, কলকাতাঃ
বারুইপুরের বেলেগাছিতে ভোটের রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু এক তৃণমূল কর্মীর, আহত হয়েছেন পাঁচজন। ঘটনাটি ঘটেছে বারুইপুরের বেলেগাছিতে।তৃণমূলের অভিযোগ, বারুইপুরের বেলেগাছিতে গতকাল রাতে ভোটের প্রচার কাজ সেরে ফিরছিলেন তাদের কর্মীরা।
হঠাৎই লাঠি-রড নিয়ে তাদের ওপর চড়াও হয় আব্বাস সিদ্দিকির দল আইএসএফ ও সিপিএম কর্মীরা। মারধর করা হয় তৃণমূল কর্মীদের, আহত হন তাদের ৬জন কর্মী। একজনের আঘাত গুরুতর থাকায় তাঁকে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে।সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বছর ষাটের তৃণমূল কর্মী রুহুল আমিন মিদ্যা।
আরও পড়ুনঃ দিনহাটায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
অন্যদিকে আইএসএফের পাল্টা অভিযোগ, সিপিএমের সঙ্গে বৈঠক চলাকালীন তাদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। দু’ পক্ষের সংঘর্ষে আহত হন সংযুক্ত মোর্চার ২ কর্মী।এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।এই ঘটনায় সংযুক্ত মোর্চার ৭ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আরেকটি ঘটনায় সোনারপুরে আক্রান্ত আরেক তৃণমূল কর্মী। এবার কাঠগড়ায় বিজেপি।
খেয়াদায় বাড়ির সামনেই আক্রান্ত হন ওই তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ, মিছিল চলাকালীন দলীয় কর্মী সুখলাল মিদ্যার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।পিস্তলের বাঁট দিয়ে ওই তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
আরও পড়ুনঃ বাদ বালুরঘাট! দক্ষিণ দিনাজপুরের বাকি ৫ কেন্দ্রের প্রার্থী ঘোষণা বিজেপি’র
অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা।অন্ডালের জামবাদে বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ বলে দাবি স্থানীয়দের। গতকাল রাতে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, মৃত ব্যক্তি তৃণমূলের কর্মী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584