নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
অ্যাম্বুলেন্স উল্টে মৃত এক গুরুতর জখম হলেন দুজন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার কমলার কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে অ্যাম্বুলেন্সটি রানীগঞ্জের বল্লভপুরের।

ওই এলাকা থেকে কোন রোগীকে বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি করে কোন কাজের জন্য বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুর যাবার পথে ওন্দা থানার কমলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক থেকে রাস্তার ডান দিকে পাল্টি খেয়ে নয়ানজুলিতে পড়ে যায়।

আরও পড়ুনঃ রাস্তার ধারে উদ্ধার মহিলার দেহ, ধর্ষণ করে খুন অনুমান পুলিশের
বিকট শব্দ পেয়ে স্থানীয় মানুষ ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ওন্দা থানার পুলিশ।উদ্ধার করা হয় মৃত একজনকে এবং গুরুতর জখম দুজনকে পাঠানো হয় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে মৃত ব্যক্তি গাড়ির চালক ছিলেন। আহত দুজন রোগীর আত্মীয় ছিলেন বলে খবর।

তবে কি কারণে অ্যাম্বুলেন্সটি বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল তা পরিষ্কারভাবে এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম শংকর হাজরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584