তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ
শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজ মাঠে দুইদিন ব্যাপী নক-আউট ফুটবল খেলায় বৈকুণ্ঠপুর একাদশ ৩-০গোলে কসবা চতুর্থ ব্যাটেলিয়ানকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো।বৈকুন্ঠপুর একাদশের নীরদ মুর্মু তিন তিনটি গোল করে বলে কালিয়াগঞ্জ মাঠ একাদশের সম্পাদক অমল বর্মন জানান।
সম্পাদক অমল বর্মন জানান আগামী কাল রবিবার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান দলকে একটি দর্শনীয় ট্রফির সাথে ২৫হাজার টাকা এবং রানার্স দলকে দেওয়া হবে ২০হাজার টাকা।তিনি বলেন এই খেলায় সর্বসেরা খেলোয়াড়কে পার্থ তেওয়ারী স্মৃতি ট্রফি এবং ম্যান অফ দি ম্যাচ যিনি হবেন তিনি পাবেন রেখা তালুকদার স্মৃতি ট্রফি।শনিবারের উদ্বোধনী খেলার পূর্বে বলে লাথি মেরে খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবী রূপক রায়।খেলা দেখবার জন্য মাঠে প্রচুর দর্শকের সমাগম হয়।
আরও পড়ুনঃ অনূর্ধ্ব ১৭ তাইকন্ড প্রতিযোগিতা আয়োজনে বিদ্যালয় ক্রীড়া পর্ষদ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584