নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
সোনামুখীতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের এবং আহত হয়েছেন আরও দুই যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোনামুখী থানার কোচডিহিতে। মৃত যুবকের নাম জিৎ বাগদী, বয়স ১৮ বছর, বাড়ি সোনামুখী পুরসভা ১৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায়। এবং আহত দুই যুবকের নাম পুচাই বাউরী এবং সন্তু বাউরী। আহত দুই যুবকের বাড়িও সোনামুখী পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায়।

পুলিশ সূত্রে জানতে পারা যায়, একটি মোটর বাইকে করে ওই তিন যুবক সোনামুখী থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। সেই সময় কোচডিহিতে রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জিৎ বাগদী নামে ওই যুবকের। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ।
আরও পড়ুনঃ পূর্ণিমার ভরা কোটালে ভাঙল মণি নদীর বাঁধ
খবর পেয়ে তরিঘরি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং আহত দুই যুবককে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ ।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সোনামুখী পুরসভার বর্তমান প্রশাসক সুরজিৎ মুখোপাধ্যায়। তিনি বলেন , এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক ও দূর্ভাগ্যজনক ঘটনা। আগামী দিনে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584