নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
সাংসদ তথা মন্ত্রী দেবশ্রী চৌধুরি ও বিধায়ক মোহিত সেনগুপ্তর ভূমিকা নিয়ে সরব রায়গঞ্জে তৃণমূলের কো-অর্ডিনেটর অরিন্দম সরকার। তার অভিযোগ, পরিযায়ী শ্রমিকদের নিয়ে শাসক দলের সমালচনা ছাড়া কিছুই করছেন না সাংসদ ও বিধায়ক। এমনকি বিধায়ক নামমাত্র ত্রাণ বিলি করে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে সহজে প্রচার কুড়নোর চেষ্টা করছেন।
শুক্রবার বিকালে এক সাংবাদিক সন্মেলন করে ক্ষোভ উগরে দেন শ্রমিক সংগঠনের জেলা সভাপতি তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃনমূলের ভারপ্রাপ্ত কোর্ডিনেটর অরিন্দম সরকার। তিনি বলেন, “লকডাউনের শুরুতে রায়গঞ্জের সাংসদ দিল্লি থেকে এলেন। নিয়ম ভেঙে সাধারণ মানুষদের মধ্যে মাস্ক বিতরন করলেন। কিন্তু লকডাউন উঠে যেতেই এলাকার মানুষদের পাশে না থেকে দিল্লি চলে গেলেন। এদের মুখে রাজ্য সরকারের বিরোধিতা মানায় না। লকডাউনের আগেই কেন্দ্র সরকার পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরাতে পারতেন। কিন্তু সেটা না করে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আক্রান্ত শ্রমিক এখন বাড়িতে ফেরানো হচ্ছে।”
আরও পড়ুনঃ বন্ধ কোর্ট চত্বরে অসামাজিক কার্যকলাপে ক্ষুব্ধ আইনজীবীরা
জেলার পরিযায়ী শ্রমিকদের অবস্থা নিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সমস্ত পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাদের খাবার দেওয়া হচ্ছে। বিধায়ক সরকারের কাজের সহযোগিতা না করে কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে সামান্য জিনিস দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন। ”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584