তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
আবারও পথ দুর্ঘটনা মুর্শিদাবাদে। টোটো ও মোটরসাইকেলের সংঘর্ষে মৃত একজন এবং এক শিশু সহ আহত দুজন। ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার পাকাদরগা এলাকায়। জানা যায় মোটরসাইকেল ও টোটোটি ভগবানগোলার দিক থেকে খোড়িবনার দিকে আসছিল। নহরপাড়া মোড়ে স্পীড ব্রেকার পার করে কিছুটা এসেই মোটরসাইকেলটি পিছন থেকে টোটোকে ধাক্কা মারে।
সঙ্গে সঙ্গে স্থানীয়রা টোটো চালক, মোটরসাইকেল চালক ও আহত শিশুটিকে উদ্ধার করে কানাপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ যাওয়ার পথেই মৃত্যু হয় মোটরসাইকেল চালকের। জানা গেছে, মোটরসাইকেল চালকের নাম টনীকুল শেখ, বাড়ি ভগবানগোলা থানার কুচগিরিয়া এলাকায়। টোটো চালক ও ওই শিশুটির খোঁজ করছে ভগবানগোলা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি গাড়িকেই নিয়ে আসা হয় ভগবানগোলা থানায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584