নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লরি চালক ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে বচসার জেরে মৃত্যু হলো লরি চালকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পুরাতন মালদহের আটমাইল ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। জানা গেছে, এলাকায় যানজট থাকায় লরির চালক অ্যাম্বুলেন্সটিকে পিছন থেকে ধাক্কা মারে। এই নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ২ চালকদের মধ্যে শুরু হয় বিবাদ।

অ্যাম্বুলেন্সের চালক লরির চাবি কেড়ে নিয়ে অ্যাম্বুলেন্সটিকে স্টার্ট করে এগিয়ে যাচ্ছিল। সে সময় লরি চালক পিছন থেকে দৌড়ে গিয়ে অ্যাম্বুলেন্সে ঝুলে পড়ে। চলন্ত অবস্থায় দুই চালকের বচসা চলতে থাকে।
আরও পড়ুনঃ নামখানায় দোকান ভেঙে জমি দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
সেই সময় দুর্ঘটনাবশত অ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়ে লরি চালকের মৃত্যু হয়। এলাকায় উত্তেজনা রয়েছে। অ্যাম্বুলেন্সটি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রোগী নিয়ে বহরমপুর হাসপাতালে যাচ্ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584