জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের কান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন কানাময়ূরাক্ষী নদীর ব্রিজের ওপর ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।
এলাকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাসস্ট্যান্ডে ব্রিজের উপর দাঁড়িয়ে ছিল। হঠাৎই বহরমপুর থেকে সাঁইথিয়া গামী একটি লরি পিছন থেকে ওই ব্যক্তিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘাতক লরি চালক ও খালাসী পলাতক।
সাতসকালে এই পথ দুর্ঘটনায় বহরমপুর সাঁইথিয়া ১১ নম্বর রাজ্য সড়কের উপর ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে কান্দি থানার পুলিশের হস্তক্ষেপে ও কান্দির ট্রাফিক গার্ডের সহযোগিতায় যানজট নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুনঃ অসম-মিজোরাম সীমান্ত সংঘর্ষে নিহত পুলিশের ৬ কর্মী, স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপের দাবি দুই রাজ্যেরই
পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। অপরদিকে ঘাতক লরিটিকে উদ্ধার করে কান্দি থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে। তবে এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584