বালুরঘাটে পথ দুর্ঘটনায় মৃত ১ আহত ২

0
69

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

সোমবার রাতে বালুরঘাট অভিমুখে আসার পথে বাদামাইলে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। ঘটনায় গুরুতর জখম আরো দুই মোটর বাইক আরোহী। মৃত মোটরবাইক আরোহীর নাম মলয় দাস।

accident | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনায় গুরুতর জখম আরো দুই মোটর বাইক আরোহীর নাম আলী শিকদার ও পাপ্পু সরকার।বর্তমানে তারা বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল বালুরঘাটের বাদামাইল এলাকা। ক্ষুব্ধ জনতা ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাস্তায় কাঠ ফেলে তাতে আগুন লাগিয়ে দেয়।

fired | newsfront.co
নিজস্ব চিত্র

এমনকি জাতীয় সড়ক সম্প্রসারণকারী ঠিকাদার সংস্থার তিনটি গাড়িতে ভাঙচুর চালিয়ে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার আইসি গৌতম রায়, ডিএসপি হেডকোয়াটার ধীমান মিত্র সহ বিশাল পুলিশ বাহিনী। যায় কমব্যাট ফোর্স দমকলের একটি ইঞ্জিন।

আরও পড়ুনঃ জলঙ্গীতে গৃহবধূকে হত্যার চেষ্টা, অভিযুক্ত স্বামী

দমকল কর্মীদের প্রচেষ্টায় প্রায় ঘন্টা খানেক পর আগুন আয়ত্তে আসে। এদিকে পুলিশ মৃতদেহটি ব্রিজের নিচ থেকে উদ্ধার করে তা বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এরপর স্বাভাবিক হয় পরিস্থিতি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশের টহলদারি চলছে।

এদিকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি থানায়। অভিযোগ দায়ের হলে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে জাতীয় সড়ক সম্প্রসারণ ঠিকাদার সংস্থার সঙ্গে কোনরকম যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here