শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
হোলির রাতে পাথর বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বংশীহারী ব্লকের পাথরঘাটা এলাকায়। সেই সময় ওই পথে পাথরবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হলো বছর বাইশ- এর এক যুবকের।

পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই যুবকের নাম মিঠুন সরকার, বাড়ি বুনিয়াদপুর পৌরসভার নলপুকুর এলাকায়। মিঠুন পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিল বলে খবর।
আরও পড়ুনঃ লরি ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে আহত তিন যুবক
জানা যায়, মঙ্গলবার হোলির রাতে বংশীহারী ব্লকের পাথরঘাটা এলাকা থেকে নলপুকুর এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর দ্রুত গতিতে আসছিল একটি পাথর বোঝাই লরি। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে যুবকটিকে। ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় প্রাণ হারায় ওই যুবক।
ঘটনায় পুলিশ ঘাতক লরিটিকে আটক করে এবং মৃত ওই যুবককের দেহ বংশীহারী থানায় নিয়ে যায়। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট মর্গে পাঠায় পুলিশ। পুরো ঘটনার তদন্তে নেমেছে বংশীহারী থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584