নন্দকুমারে গাড়ির ধাক্কায় মৃত সাইকেল আরোহী

0
39

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য প্রাণ গেল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক-ঠেকুয়া রাজ্য সড়কের সাউতানচক এলাকায় । জানা গিয়েছে তমলুকের দিকে আসা চালক মদ্যপ অবস্থায় দ্রুতগতিতে মারুতি গাড়িটি চালিয়ে আসছিল ।

car | newsfront.co
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ৷ নিজস্ব চিত্র

একাধিক জায়গায় দুর্ঘটনা ঘটিয়ে সাউতানচক এলাকায় এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে অবশেষে গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই সাইকেল আরোহীর মৃত্যু হয়। মারুতি চালক গাড়ির মধ্যে আটকে রয়ে যায়। এলাকাবাসীরা গাড়ির দরজা ভেঙে চালক কে বের করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যায় ।

car accident | newsfront.co
নিজস্ব চিত্র

গাড়ি চালকসহ অন্য ৩ জন প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল৷ সেই সাথে গাড়ির মধ্যে মদের বোতলও পাওয়া গিয়েছে। চালক গাড়ির মধ্যে আটকে রয়ে যায়, বাকি ৩ জন পলাতক। সাইকেল আরোহীর বাড়ি নন্দকুমারের বাড়বহিচবেড়িয়া গ্রামে ৷

kalishankar bera | newsfront.co
কালীশঙ্কর বেরা, ঘটনার প্রত্যক্ষদর্শী ৷ নিজস্ব চিত্র

সুশান্ত ঘোড়াই নামে ছেলেটি তেলে ভাজা কেনার জন্য বাজারে এসেছিল । বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে৷ সুশান্ত ঘোড়াই একজন পরিযায়ী শ্রমিক। লক ডাউন হওয়ার ফলে বাড়ি চলে আসে, বয়স ১৮ বছর। বাবা গত ৩ বছর আগে মারা যান।

আরও পড়ুনঃ করোনায় মৃত উত্তরপ্রদেশের মন্ত্রী কমলা রানি, অযোধ্যা যাত্রা বাতিল যোগীর

অভাবের সংসারে হাল ধরতে বাইরে কাজে গিয়েছিল। তবে চালকের নাম এখনও জানা যায়নি। এলাকাবাসী খুব উত্তেজিত হয়ে পড়ে৷ ঘটনা স্থলে নন্দকুমার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here