গঙ্গারামপুরে করোনা আক্রান্ত হয়ে মহিলা পুলিশ অফিসারের মৃত্যু

0
65

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল গঙ্গারামপুর মহকুমা আদালতে কর্তব্যরত মহিলা পুলিশ অফিসারের।
জানা গেছে ৫৪ বছর বয়সের মৃতা ওই মহিলা পুলিশ অফিসারের নাম পপি চৌধুরী৷ তিনি গঙ্গারামপুর থানার এসআই পদে কর্মরত ছিলেন।

popi choudhury | newsfront.co
পপি চৌধুরী ৷ সংবাদ চিত্র

পুলিশ সূত্রে জানা গেছে জুলাই মাসের ১৩ তারিখ নাগাদ তার কোভিড টেস্ট হয়েছিল এবং সম্ভবত ১৬ ই জুলাই তার পজিটিভ রিপোর্ট আসে l তিনি পশ্চিমবঙ্গ পুলিশের অ্যাসিসটেন্ট সাব ইন্সপেক্টর পদে গঙ্গারামপুর মহকুমা আদালতের অধীন বুনিয়াদপুর কোর্টে কর্মরত ছিলেন ৷

আরও পড়ুনঃ ঝাড়গ্রাম শহরে ফের ২ জন করোনা আক্রান্তের হদিশ

তার লালা রসের রিপোর্ট পজেটিভ আসার পর কিছুদিন আগে জেলা স্বাস্থ্য দফতরের তরফে বালুরঘাট কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। যদিওদুই দিন আগেই তার শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হলে চিকিৎসকরা তাকে শিলিগুড়িতে স্থানান্তরিত করেন। গতকাল রাতে সেখানেই তার মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর।

জানা যায় চাকরির সূত্রে ছেলেকে নিয়ে গঙ্গারামপুরে সরকারি আবাসনে থাকতেন ওই মহিলা পুলিশ অফিসার।
পাশাপাশি জেলা স্বাস্থ্য দফতরের তরফে মৃতা মহিলা পুলিশ অফিসার পপি চৌধুরীর ছেলের লালারসের পরীক্ষা করা হলে তার রিপোর্টও পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন মৃতা পুলিশ অফিসারের ছেলে। এই মর্মান্তিক খবর পৌঁছানো মাত্র দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে l

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here