নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
হাতির হানা অব্যাহত মাদারিহাট বীরপাড়া ব্লকে।ফের হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে, মৃতের নাম বান্ধান উরাও। আনুমানিক বয়স ৬৩ বছর । সে সংশ্লিষ্ট ব্লকের রহিমপুর চা বাগানের গুদাম লাইনের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, বান্ধান উরাও ভোরে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হলে হঠাৎ একটি দাঁতাল হাতি তাঁকে আক্রমণ করে।
ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দলগাঁও রেঞ্জের বনকর্মীরা। মৃতদেহটি উদ্ধার করে বীরপাড়া থানায় নিয়ে আসা হয়। একই দিনে সংশ্লিষ্ট চা বাগানের খড়কা লাইনে বিষ্ণু ছেত্রী ও ঊষা ছেত্রীর পৃথক দুইটি ঘর ভেঙে তছনছ করে হাতিটি।তবে বনকর্মীরাও হাতগুটিয়ে বসে নেই ।
আরও পড়ুনঃ ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও পড়ে রইল করোনায় আক্রান্ত যুবকের মৃতদেহ
হাতি তাড়াতে যথেষ্ট তৎপর বন দফতর । দলগাঁও রেঞ্জের বন কর্মীরা প্রতি নিয়ত জঙ্গলে টহল দিয়ে বেড়াচ্ছেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য কুসুম টোপ্পো জানান, “মৃত ব্যক্তি ভোরে ঘুম থেকে উঠে বাড়ির সামনের রাস্তায় মূত্র ত্যাগ করতে বসেন। এমন সময় আচমকা একটি হাতি তাঁর উপর চড়াও হয়।
তাঁকে শুঁড় দিয়ে তুলে আছাড় মেরে ফেলে লাথি মারে। ঘটনা স্থলেই তাঁর মৃত্যু হয়।” দলগাঁও রেঞ্জের বন দপ্তরের রেঞ্জার দোরজি শেরপা বলেন,”সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবার চার লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। আপাতত ২০ হাজার টাকা মৃতের পরিবাররের হাতে তুলে দেওয়া হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584