নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার ফরিদপুর অঞ্চলের রথপাড়া গ্রামের বাসিন্দা আসাদুল ইসলাম কেরলে কাজে গিয়েছিলেন প্রায় এক বছর আগে। ইদে বাড়ি ফিরে আসার কথা থাকলেও লকডাউন চলার কারণে ট্রেন বন্ধ থাকায় আর বাড়ি আসা হয়নি আসাদুলের। গত রাত্রিতে শেষ কথা হয় পরিবারের সঙ্গে। তারপর আজ সকালেই খবর আসে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে তার।
কিভাবে এমন ঘটনা ঘটলো তা এখনও পরিস্কার নয় কারও কাছে। যদিও পরিবারের বক্তব্য, যে আসাদুলের নিথর দেহ যেনো বাড়িতে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা করুক সরকার। মৃতের স্ত্রীর বক্তব্য ” আমার পরিবারে কেও কাজ করার মত নেই। আমার স্বামী একলা কাজ করে সংসার চালাতেন। যদি সংসার চালানোর মত কোন সাহায্য সরকারের পক্ষ থেকে পাই তাহলে অনেক উপকার হবে আমার।”
আরও পড়ুনঃ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ‘মদ্যপ’ তৃণমূল নেতার দাদাগিরি
পরিবারে মোট সদস্য স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে। বড়ো ছেলে সজিবুল শেখ(১৫), ছোটো ছেলে রাজিবুল শেখ(০৯), মেয়ে সবার বড়ো রিয়া খাতুন (১৯)। পরিবারে এক মাত্র ইনকাম করার মত ছিল আসাদুল। প্রতিদিনের মত আজও সকালে কাজে যান কিন্তু কিভাবে কি হল তা বুঝে উঠতে পারছে না পরিবারের কেউই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584