লকডাউনের জেরে সাঁতরে দামোদর পেরোতে গিয়ে মৃত্যু

0
48

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রায় দুমাস ধরে টানা লকডাউন চলছে গোটা দেশে। করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সেই কারণে লকডাউনের সময়সীমাও বাড়ানো হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মধ্যে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল দামোদর নদ।

dead body rescue | newsfront.co
মৃত নিথর দেহ। নিজস্ব চিত্র

লকডাউনের জেরে সাঁতরে দামোদর পেরিয়ে বাড়ি ফিরতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম মারু বাউরি। বয়স ৫০। বাঁকুড়ার নামো মেজিয়ার বাসিন্দা। বুধবার সকালে স্ত্রীর সঙ্গে সাঁতরে দামোদর পেরোতে যান তিনি। মাঝনদীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। স্বামীকে অচেতন হতে দেখে চিৎকার করে পাড়ে থাকা মানুষজনকে ডাকেন স্ত্রী। তৎক্ষণাৎ স্থানীয়রা এসে দেহটি উদ্ধার করে পুলিশে খবর দেয়।

Mejia police | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ গোয়ালডাঙিতে আটকে দেওয়া হল চার শতাধিক পরিযায়ী শ্রমিকদের

এরপর ঘটনাস্থলে পৌঁছানোর পর দেহটিকে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। সূত্রের খবর, স্থানীয় একটি ঝিলের দেখভালের দায়িত্বে ছিলেন মারুবাবু। ফলে সাঁতারে দক্ষ ছিলেন তিনি। দিন পাঁচেক আগে নদের ওপারে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের আমড়াসতা গ্রামে মেয়ের বাড়ি গিয়েছিলেন দম্পতি। এভাবেই সাঁতরে নদী পেরিয়ে যান তাঁরা। বুধবার ফেরার সময় ঘটে যায় এই অঘটন। মাঝ নদীতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মারু বাউরির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here