নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ থাকা পাঁচ মাসের এক শিশুর মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করল ঝাড়গ্রাম জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। জেলা হাসপাতালের মর্গে থাকা ওই শিশুর মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ওই শিশুর করোনা রিপোর্ট আসার পরই ময়নাতদন্ত করা হবে। জানা গিয়েছে, ঝাড়গ্রাম ব্লকের কলসিভাঙা গ্রামে এক দম্পতির গত জানুয়ারি মাসে সিজার করে কন্যাসন্তান হয়। গত মে মাস থেকে ওই শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়। শিশুটিকে শহরের এক বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারে দেখানো হয়।
আরও পড়ুনঃ তৃণমূল দলে এখন ভাঙনের সংক্রমণ ধরেছে বক্তব্য অধীরের
মঙ্গলবার দুপুর থেকে শিশুটির প্রবল জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়। বিকেলে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584