শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
তিন দিনের মধ্যে জোড়াসাঁকো থানা এলাকায় প্রৌঢ়া খুনের রহস্য ভেদ করল পুলিশ। গ্রেফতার করা হল তাঁরই পূর্ব পরিচিত এক গাড়ি চালককে। ধৃতের নাম শেখ জাহাঙ্গীর। তদন্তকারীদের দাবি, জেরায় অভিযোগ স্বীকার করে নিয়েছে অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, ধৃত যুবক পেশায় গাড়িচালক এবং মৃত জয়বান বিবির একটি পণ্যবাহী গাড়ি চালাত সে। কিছুদিন আগে গাড়িতে মাল সরবরাহ করার সময় কিছু স্প্রিং পাত্তি হারিয়ে যায়। সেই নিয়েই কিছুদিন আগে তাঁদের মধ্যে ঝামেলা হয়। সেই ক্ষোভের জেরেই রবিবার রাতে জয়বান বিবিকে খেঁতলে খুন করে জাহাঙ্গীর পুলিশ জানিয়েছে, খুনে ব্যবহৃত অস্ত্র ও রক্তমাখা জামা উদ্ধার হয়েছে।
আরও পড়ুনঃ বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে হামলার অভিযোগ মন্ডল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে
মহাজাতি সদনের পাশে পুলিশ কিয়স্কের পিছনে ঝুপড়ির ভিতর থেকে উদ্ধার হয় জয়বান বিবি নামে এক প্রৌঢ়ার রক্তাক্ত দেহ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকরা পুলিশকে জানায়, রাত আড়াইটে থেকে ভোর সাড়ে তিনটের মধ্যে হয়েছে এই খুন।
আরও পড়ুনঃ বড়ঞায় বোমা উদ্ধার, পুলিশের দ্বারস্থ স্থানীয় তৃণমূল যুব নেতা
কোনও ভারী বস্তু দিয়ে তাঁর মাথায় এমনভাবে আঘাত করা হয় যে, তাঁর খুলির হাড় ভেঙে যায়। এরপরই তদন্ত শুরু করে পুলিশ মহিলার দ্বিতীয় স্বামীকে আটক করা হয়।
তবে ঘটনার সিসিটিভির ফুটেজ দেখে এবং ওই মহিলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে শেখ জাহাঙ্গীরের খোঁজ পায় পুলিশ। এর পরেই তাকে বারুইপুরের মল্লিকপুর কাজীপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584