শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
গঙ্গারামপুরে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম বিষ্টু রায় (৩২)। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বুধবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর সুকদেবপুর এলাকায়।

ঘটনার পরে পুলিশ মৃতদেহ ময়ান্তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের বাড়ি গঙ্গারামপুর থানার উত্তর সুকদেবপুর এলাকায়। জানা গেছে, বিষ্টু পেশায় একজন কৃষক। তার বাড়িতে রয়েছে স্ত্রী সহ ১০ ও ১২ বছরের দুই ছেলে রয়েছে।

আরও পড়ুনঃ জলঙ্গিতে ৩৫টি তাজা সকেট উদ্ধার পুলিশের
পরিবার সূত্রে খবর, বুধবার বাড়ি থেকে ঢিল ছোড়া দুরুত্বে এলটি জলাশয়ে পাটের জাক দেওয়ার কাজ করছিল যুবক। সেই সময় পাটের জাকের নিচে তলিয়ে যায় যুবক। দীর্ঘক্ষণ পরে বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তাকে তড়িঘড়ি নিয়ে আসা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
সেখানেই ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।যদিও স্থানীয় মানুষদের অনুমান, গত ২ দিনের বন্যায় জলমগ্ন হয়ে রয়েছে চারপাশ।এলাকায় গভীর জল থাকায় জন্যই এমন মর্মান্তিক ঘটনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584