মাদারিহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু

0
46

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

মর্মান্তিক পরিনতির শিকার এক মধ্য বয়সী মাদি হাতি। বুধবার ভোরে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন পূর্ব মাদারিহাটের জনৈক মনোজিত বর্মণের সুপারি বাগানে আসে একটি বুনো হাতির দল। এই হাতির দলে প্রায় ২০ টি হাতি ছিল।

dead elepahnt | newsfront.co
মৃত হাতি। নিজস্ব চিত্র

হাতির দলটি এলাকায় প্রবেশ করে একের পর এক সুপারি গাছ ভাঙতে শুরু করে হাতির দলটি।আচমকাই সংলগ্ন এলাকার একটি সুপারি গাছ বিদ্যুতের তারের উপর পড়লে, তার ছিঁড়ে যায়।ওই তার হাতিটির দেহে জড়িয়ে যেতেই তড়িদাহত হয় বুনো হাতিটি।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই হাতির।

local people | newsfront.co
অনীক বর্মণ, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সিআরপিএফ জওয়ানের মৃত্যু, চাঞ্চল্য কোচবিহারে

খবর পেয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা পূর্ব মাদারিহাটে গিয়ে ওই হাতির মৃত্যুর তদন্ত শুরু করেছেন।গ্রামবাসীরা তৎপর না হলে আরও বড় বিপদ ঘটতে পারতো।কারন ওই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তীব্র চিৎকারে হাতিটির মৃত্যুর পর, তাঁরাই বিপদ আঁচ করে পুরো দলটিকে অন্য জায়গায় তাড়িয়ে দেন, না হলে ওই তারে জড়িয়ে দলের অন্যান্য হাতিদের মৃত্যুর আশঙ্কা ছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here