ত্রিপুরায় সৌমিত্র স্মরণে প্রদর্শনী

0
124

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

soumitra | newsfront.co

এক স্বনামধন্য গহনা প্রস্তুতকারী সংস্থার উদ্যোগে ত্রিপুরার রবীন্দ্র ভবনে ১৮ এবং ১৯ জানুয়ারি দু’দিন ব্যাপী ‘রিমেমবারিং সৌমিত্র চ্যাটার্জি’ শীর্ষক এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে৷ এই প্রদর্শনীর উদ্বোধন করবেন শুভাশিস তলাপাত্র (বিচারপতি ত্রিপুরা হাইকোর্ট)।বিশেষ অতিথি হিসেবে থাকবেন তাপস মল্লিক, সুদীপ্ত চন্দ।

movie list | newsfront.co

উদ্বোধনের সময় ১৮ জানুয়ারি, সন্ধে সাড়ে ৫ টা। দ্বিতীয় দিন, ১৯ জানুয়ারি সকাল ১১ টায় গান, কবিতা, শ্রুতি নাটকের মাধ্যমে একটি ছোট্ট সাংস্কৃতিক প্রচেষ্টার মধ্য দিয়ে কিংবদন্তিকে স্মরণ করা হবে। কিংবদন্তিকে ঘিরে নানা কথা বলবেন সাংবাদিক মানস চক্রবর্তী।

movie list | newsfront.co

এই প্রদর্শনীতে অভিনেতার চলচ্চিত্রের অরিজিনাল পোস্টারগুলির মধ্যে অপুর সংসার, তিন কন্যা, ঝিন্দের বন্দি, কাঁচ কাটা হিরে, সোনার কেল্লা, দেবী, ছবির বুকলেটের মধ্যে অতল জলের আহ্বান, বার্নালী, স্ত্রী, আগুন, উত্তরণ প্রদর্শিত হবে। থাকছে রেকর্ড কভার, অটোগ্রাফ করা ডকুমেন্টস, আকর্ষণীয়ভাবে সৌমিত্র চ্যাটার্জির নিজের আঁকা ছবির প্রথম মূদ্রণও থাকছে প্রদর্শনীতে।

bengali movie | newsfront.co

এমনকী সৌমিত্র চ্যাটার্জিকে নিয়ে ত্রিশটি মূল চিত্রকর্ম ভারত ও বাংলাদেশের বিশ্বখ্যাত চিত্রশিল্পীদের মধ্যে যেমন শুভাপ্রসন্ন, হিরণ মিত্র, সুব্রত গাঙ্গুলি, আশোক মল্লিক, রুপচাঁদ কুন্ডু, বাংলাদেশের জামাল আহমেদ, এসকে আফজাল হোসেন শামসুদ্দোহা, দুলাল চন্দ্র গায়েন, সাহাজাহান আহমেদ বিকাশ, হারুন আর রশিদ প্রমুখদের কাজ থাকছে। সামগ্রিকভাবে এই প্রদর্শনীটি দর্শকদের জন্য একটি স্মরণীয় ট্রিপ ডাউন মেমোরি লেন হবে বলে মনে করেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা।

আরও পড়ুনঃ ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্যা ইয়ার পুরস্কার পাচ্ছেন বিশ্বজিৎ

bangla movie | newsfront.co

bengali movies | newsfront.co

shree  | newsfront.co

তিনি বলেন- “কিংবদন্তি সৌমিত্র চ্যাটার্জির জন্মদিন উপলক্ষে আগরতলায় প্রদর্শনীর আয়োজন করা সত্যিই আমাদের কাছে সম্মানের। এই প্রদর্শনীতে তাঁর বহুমুখী প্রতিভার প্রদর্শন একটি স্মরণীয় ডকুমেন্টেশন হয়ে থাকবে। আশা করি তাঁর গুণমুগ্ধরা এটির প্রশংসা করবেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here