অনলাইন প্রতারণায় লক্ষাধিক টাকা খোয়ালেন মহিলা বিজ্ঞানী

0
70

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

শহরে অনলাইন প্রতারণার শিকার হলেন সাহা ইনস্টিটিউটের এক মহিলা বিজ্ঞানী। মহিলা বিজ্ঞানীর নাম শম্পা বিশ্বাস। তাঁর বাড়ি কেস্টপুরের প্রফুল্ল কানন এলাকায়।এই মহিলা বিজ্ঞানীর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় লক্ষাধিক টাকা। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।

mobile | newsfront.co
প্রতীকী চিত্র

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার এয়ারটেল থেকে তাঁর নম্বরে একটি মেসেজ আসে। কে ওয়াই সি আপডেট করার কথা ওই মেসেজে জানানো হয় তাঁকে। পরে একটি ফোন আসে। কেওয়াইসি আপডেট না করলে তাঁর নম্বরটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়। পরে করে নেবেন বলে প্রথমে জানান তিনি। তবে ফোনের অপরপ্রান্ত থেকে খুব বেশি সময় লাগবে না বলেই জানানো হয়।

আরও পড়ুনঃ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরু, শুক্রবার রাত ১২ টা থেকে গাড়ি চলবে না শিয়ালদহ ব্রিজে

সহজেই প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে কেওয়াইসি আপডেট করার কথা বলা হয়। সেই অনুযায়ী টিম ভিউয়ার নামে একটি অ্যাপ ডাউনলোড করেন শম্পা । ওই অ্যাপ যিনি ডাউনলোড করবেন অনায়াসেই তাঁর স্মার্টফোনের দখল নিতে পারেন ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি। শম্পার ক্ষেত্রে ঘটে তেমনই। এবার তাঁকে টাকা দিতে বলা হয়।

কম্পিউটার থেকে এয়ারটেলের নেট ব্যাংকিংয়ের মাধ্যমে ওই টাকা দেন শম্পা। কিন্তু ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় মোবাইল থেকেই করতে হবে। বাধ্য হয়ে তাঁর স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দশ টাকা জমা দেন। ব্যস! সঙ্গে সঙ্গে তাঁর অ্যাকাউন্ট থেকে এক লক্ষ পয়ত্রিশ হাজার টাকা গায়েব হয়ে যায়। এবার ডেবিট কার্ড থেকে দশ টাকা দিতে বলা হয়। অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়ামাত্রই দু’দফায় মোট বাহাত্তর হাজার টাকা তুলে নেওয়া হয়। প্রথমবার পঞ্চাশ হাজার এবং পরেরবার বাইশ হাজার টাকা খোয়া যায় তাঁর।

আরও পড়ুনঃ এ যেন জতুগৃহ! বাগবাজারের অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের আশ্বাস মুখ্যমন্ত্রী

টাকা কেটে নেওয়ার মেসেজ আসতেই হতচকিত হয়ে যান শম্পা। ফোন করে সেকথা জানান তিনি। কোনও যান্ত্রিক গোলযোগে টাকা কেটে নেওয়া হয়েছে বলেই জানানো হয় শম্পাকে। তবে ওই টাকা পাঁচ মিনিটের মধ্যে অ্যাকাউন্টে চলে যাবে বলেও আশ্বাস দেওয়া হয়। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও টাকা ফেরত পাননি শম্পা। পরিবর্তে ওই নম্বরটিও সুইচড অফ।

তাই তিনি আর যোগাযোগ করতে পারছেন না।এই পরিস্থিতিতে প্রথমে তিনি বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন শম্পা বিশ্বাস। অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাওয়ায় হতাশ সাহা ইনস্টিটিউটের বিজ্ঞানী। দোষীদের চরম শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here