বহরমপুরে সরকারি হোমে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, গাফিলতির অভিযোগ পরিবারের

0
85

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

সপ্তাহের দ্বিতীয় লকডাউনের দিনে এমন খবর আসবে তা হয়ত কল্পনাও করতে পারেননি রঘুনাথগঞ্জের চৌধুরী পরিবার। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বাজার পাড়ার বাসিন্দা সোনালী চৌধুরী(১৬) রঘুনাথগঞ্জের জোতকমল এলাকার একটি ছেলের সঙ্গে গত ১২ তারিখ রাত্রে প্রেমজনিত কারণে বাড়ি থেকে পালিয়ে যায়।

suicide | newsfront.co
প্রতীকী চিত্র

আর এরপরই সোনালীর পরিবারের লোকজন রঘুনাথগঞ্জ থানায় একটি ডায়েরি করে। রঘুনাথগঞ্জ থানার পুলিশের হস্তক্ষেপে গতপরশু সকালে সোনালীকে ও ছেলেটিকে আটক করা হয় এবং জঙ্গিপুর আদালতে তোলা হয়। বাড়ির লোকেরা ওই মেয়েটির দায়িত্ব নিতে না চাওয়ায় জঙ্গিপুর আদালতের মাধ্যমে বহরমপুরের শিলায়ন হোমে তাকে রাখা হয়।

Dead body | newsfront.co
উদ্ধার হওয়া দেহ। নিজস্ব চিত্র

আজ সকালে বহরমপুরের শিলায়ন হোম থেকে সোনালীর বাড়ির লোকজনকে ফোন করা হয় এবং সোনালীর অসুস্থতার কথা জানিয়ে তাড়াতাড়ি আসতে বলা হয়। বাড়ির লোকজন তড়িঘড়ি হোমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, তাদের মেয়ে আত্মহত্যা করেছে।

body rescue | newsfront.co
নিজস্ব চিত্র

তবে সোনালীর বাড়ির লোকেদের অভিযোগ, একটি সরকারি হোমে কীভাবে এই দুর্ঘটনা ঘটতে পারে? কীভাবেই বা তাদের মেয়ে অস্ত্র বা দড়ি পেল? এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে তাদের মেয়ে মারা গেল? কারুর চোখে কেন পরলনা বিষয়টা! একটা ঘরে যেখানে ৪ – ৫ জন মেয়ে থাকে, সেখানে কিভাবে অন্য মেয়েরা বা হোমের লোকজন বিষয়টা জানতে পারলনা?

অন্যদিকে রঘুনাথগঞ্জের বাজারপাড়া এলাকায় ও পরিবারে এখন শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির লোকজন মিডিয়ার সঙ্গে যোগাযোগ করলে, বাড়ির লোকজন কে ফোন করে হোমের ইনচার্জের প্রশ্ন ‘মিডিয়া কেন এল’? সোনালীর পরিবার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here