নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়, চিকিৎসক জানিয়েছেন মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে মৃতদেহের। মহারাষ্ট্রে গণটিকাকরণ কর্মসূচি চলছে। এরই মাঝে টিকা নেওয়ার সাথে সাথেই মৃত্যু ৪৫ বছর বয়সী এক স্বাস্থ্যকর্মী সুখদেব কিরদাতের।
ভিয়ান্ডি জেলার বাসিন্দা সুখদেব একটি হাসপাতালের এক চক্ষুরোগ বিশেষজ্ঞের ড্রাইভার। সে কারণেই স্বাস্থ্যকর্মী হিসেবেই তিনি করোনা টিকা নিয়েছিলেন। গত মাসে তিনি টিকার প্রথম ডোজটি নেন, তখন কোন রকম শারীরিক সমস্যা হয়নি তাঁর।
মঙ্গলবকর টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয় তাঁকে। উচ্চ রক্তচাপের সমস্যা ছিল তাঁর কিন্তু টিকা দেওয়ার আগে প্রয়জনীয় শারীরিক পরীক্ষার সময় স্বাভাবিক ছিল তাঁর রক্তচাপ, রক্তে অক্সিজেনের মাত্রাও ছিল স্বাভাবিক। টিকা দেওয়ার পর ১৫ মিনিট পর্যবেক্ষণ কক্ষে থাকার সময়ই হঠাৎ মৃত্যু হয় সুখদেবের।
আরও পড়ুনঃ হরিয়ানায় এক স্কুলের ৫৪ পড়ুয়া করোনা পজিটিভ
স্থানীয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুখদেবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালের ডাক্তার কে আর খারাট জানিয়েছেন, ময়নাতদন্ত না করে নিশ্চিতভাবে সুখদেবের মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। মঙ্গলবার গণটিকাকরণ কর্মসূচিতে মহারাষ্ট্রে টিকা দেওয়া হয়েছে ৩৩,০৪৪ জনকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584