নীরব কেন মোদি! দেশজুড়ে সংখ্যালঘুদের প্রতি ঘৃণা ও বিদ্বেষ, প্রধানমন্ত্রীকে খোলা চিঠি প্রাক্তন আমলাদের

0
66

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:

দেশ জুড়ে ধর্মের ভিত্তিতে ঘৃণাও বিদ্বেষের পরিবেশ এবং প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে এবার সরব প্রাক্তন আমলাদের একাংশ। সারা দেশে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ এবং অসহিষ্ণুতার আবহ তৈরির প্রচেষ্টা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি লিখেছেন তাঁরা। চিঠিতে স্বাক্ষরকারী ১০৮ জন অবসরপ্রাপ্ত আইএএস, আইএফএস এবং আইআরএস আধিকারিকরা স্পষ্ট ভাষায় লিখেছেন তাঁদের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা থেকে এটা স্পষ্ট যে, দেশের সর্বোচ্চ স্তরের রাজনৈতিক অনুমোদন ব্যতীত এগুলি ঘটানো অসম্ভব।

এই চিঠিতে তাঁরা লিখেছেন সাম্প্রতিক কালে দিল্লি, অসম, গুজরাত, হরিয়ানা, কর্নাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে যা কিছু ঘটছে তা ভারতীয় সংবিধানের মূল ভাবধারা এবং আইনের শাসনের পরিপন্থী। ক্রমশ প্রতিষ্ঠিত হচ্ছে সংখ্যাগরিষ্ঠের আধিপত্যবাদ এবং ঘৃণা ও বিদ্বেষের এই আবহে সংখ্যালঘুদের মনে ভীতি আরও প্রবল হচ্ছে। উল্লেখ্য, যেকটি রাজ্যের নাম এই চিঠিতে তাঁরা লিখেছেন সেগুলি সব কটিই বিজেপি শাসিত এবং দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল, যার পুলিশ প্রশাসন সরাসরি কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন।

 

প্রাক্তন এই আমলারা মোদিকে লিখেছেন যে, সমাজের সংখ্যালঘু ও দুর্বল মানুষদের নতুন করে জীবন ও স্বাধীনতার আশ্বাস দেওয়ার প্রয়োজন এবং তা প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকেই আসা প্রয়োজন। অবসরপ্রাপ্ত এই আমলারা লিখেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে নিজেদের পোশাক, খাদ্যাভ্যাস এবং সংস্কৃতি বজায় রাখতে পারেন, সে জন্য অবিলম্বে সরকারি পদক্ষেপ জরুরি। মোদী সরকারের আমলে দেশের সংখ্যালঘু, দলিত, দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে ঘৃণার লক্ষ্যবস্তুতে পরিণত করে পরিকল্পিত ভাবে তাঁদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও ওই খোলা চিঠিতে অভিযোগ তুলেছেন তাঁরা।

 

PM Modi

 

চিঠির শেষে স্বাধীনতার অমৃত মহোৎসব পালনের পাশাপাশি সাংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় হওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন অবসরপ্রাপ্ত আমলারা। দিল্লির জহাঙ্গিরপুরীর সাম্প্রতিক ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে যে ভাবে কয়েক ঘণ্টা ধরে বুলডোজার দিয়ে নির্মাণ ভাঙা হয়েছে, তার পিছনে রাজনৈতিক অভিসন্ধি সুস্পষ্ট বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।

 

আরও পড়ুনঃ

রামনবমী ও হনুমানজয়ন্তীর মিছিলে সংঘর্ষের জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গ, প্রাক্তন জাতীয় সুরক্ষা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, প্রাক্তন বিদেশ সচিব সুজাতা সিং, প্রাক্তন স্বরাষ্ট্র সচিব জিকে পিল্লাই ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর প্রিন্সিপাল সেক্রেটারি টিকেএ নায়ার এমন সব গুরুত্বপূর্ণ আমলারা সই করেছেন প্রধানমন্ত্রীকে লেখা এই খোলা চিঠিতে।
তাঁরা লিখেছেন, ” এই ভয়াবহ সামাজিক হুমকির মুখে আপনার নীরবতা যেন বধির করে দিচ্ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here