পূর্ণবয়স্ক কচ্ছপ উদ্ধার স্বাস্থ্যকর্মীর

0
118

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

প্রাতঃভ্রমণে বেরিয়ে একটি পূর্ণবয়স্ক কচ্ছপ উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন তাম্রলিপ্ত পুরসভার স্বাস্থ্য দফতরের এক কর্মী। তাম্রলিপ্ত পুরসভার তিন নম্বর ওয়ার্ডের হলদিয়া মেচেদা রাজ্য সড়কের উপরে রত্নালী এলাকায় একটি পূর্ণবয়স্ক কচ্ছপকে দুটি কুকুর তাড়া করছে দেখে ছুটে যান তাম্রলিপ্ত পুরসভার স্বাস্থ্য দফতরের কর্মী জয়ন্ত মাইতি। কচ্ছপটিকে উদ্ধার করে তিনি বাড়ি নিয়ে যান।

Tortoise rescued | newsfront.co
নিজস্ব চিত্র

আজ তমলুক পুরসভার চেয়ারম্যানের হাতে তুলে দেন কচ্ছপটি। পরে বনদফতরকে খবর দেওয়া হলে বনদফতরের দুজন কর্মী এসে কচ্ছপটিকে নিয়ে যায়।

আরও পড়ুনঃ পরিবেশ রক্ষায় নারকেল গাছের চারা বিলি

জানা যায়, কচ্ছপটির ওজন প্রায় তিন কিলো। কচ্ছপটিকে পূর্ব মেদিনীপুর জেলার শংকরপুর এলাকায় গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনদফতরের কর্মীরা। স্বাস্থ্যকর্মীর এই উদ্যোগকে সাধুবাদ জানান তাম্রলিপ্ত পুরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন। তিনি জয়ন্ত মাইতির প্রশংসা করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here