মুর্শিদাবাদে করোনা আক্রান্ত স্বাস্থ্য কর্মীর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

0
120

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

করোনা আক্রান্ত এক স্বাস্থ্য কর্মীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। মৃত ওই স্বাস্থ্যকর্মী মুর্শিদাবাদ জেলার সালার থানা প্রসাদপুর গ্রামের সেকেন্ড এএনএম কর্মী ছিলেন। মৃতার নাম সর্বাণী ঘোষ (৪৪)। স্বাস্থ্যকর্মীর এই মৃত্যুতে যথেষ্ট তোলপাড় শুরু হয়েছে স্বাস্থ্য দফতরে ৷ এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে।

woman | newsfront.co
সর্বাণী ঘোষ ৷ সংবাদ চিত্র

এ বিষয়ে সর্বাণী ঘোষের পরিবারের সদস্য জানিয়েছেন উনি কয়েকদিন আগে স্বাস্থ্য বিভাগের বৈঠক সেরে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। ওই বৈঠকে করোনা আক্রান্ত ছিলেন এক মহিলা। তার সংস্পর্শে আসার পর তিনিও করোনা আক্রান্ত হন। বৃহস্পতিবার ওনার লালা রস সংগ্রহ করে পাঠানো হয় রিপোর্ট করার জন্য। সোমবার সেই রিপোর্টের ফলাফল আসে।

আরও পড়ুনঃ কোলাঘাটে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, ছড়াচ্ছে আতঙ্ক

পজিটিভ মেলায় এরপর সোমবার দিন দুপুর নাগাদ ওনাকে ভর্তি করা হয় বহরমপুর মাতৃ সদনে। তার কয়েক ঘন্টা পর শ্বাসকষ্ট হওয়ার কারণে ওনাকে সিসিইউতে পাঠানো হয়। মঙ্গলবার সকালে ৬:৪৫ নাগাদ ওনার মৃত্যু হলে পরিবারকে খবর দেওয়া হয় যে তিনি মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ এমনটাই আনছেন যে ওনার ঠিকমতো চিকিৎসা করা হয়নি।

ঘটনার তদন্তের দাবি তুলছেন পরিবারের সদস্যরা। এদিকে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হচ্ছে সমস্ত রকম সুব্যবস্থা রয়েছে করোনা আক্রান্ত রোগীদের জন্য। কিন্তু আদৌ তার কতটা প্রয়োগ করা হচ্ছে তার ফলাফল পাওয়া যাচ্ছে রোগীর মৃত্যুতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here