নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বিশ্ববিখ্যাত জলদাপাড়া জাতীয় উদ্যানের একশৃঙ্গ গন্ডার এবার নির্বাচন কমিশনের ম্যাসকটে স্থান পেল। আলিপুরদুয়ার জেলায় নির্বাচন কমিশনের যাবতীয় প্রচারে একশৃঙ্গ গন্ডারের আদলে তৈরি এই ম্যাসকট ব্যবহার করা হবে।
উল্লেখ্য, গতকাল অর্থাৎ শুক্রবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে জলদাপাড়ার বিখ্যাত একশৃঙ্গ গন্ডারের আদলে তৈরি এই ম্যাসকট এর উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা। এদিন ম্যাসকট উদ্বোধনের পর এই ম্যাসকট এর সামনে ভোটারদের সেলফি তোলার হিড়িক পড়ে যায়।
আরও পড়ুনঃ তৃণমূলে যোগ দিলেন যশবন্ত সিনহা
ম্যাসকট উদ্বোধনের পর এদিন জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা বলেন, ” আমাদের জেলা জলদাপাড়া ন্যাশনাল পার্ক এর জন্য গর্ববোধ করে। একশৃঙ্গ গন্ডারের কারণেই জলদাপাড়া জাতীয় উদ্যান পৃথিবীতে বিখ্যাত। সেই কারণে এই ম্যাসকট তৈরিতে আমরা জলদাপাড়া জাতীয় উদ্যানের একশৃঙ্গ গন্ডারের আদল ব্যবহার করেছি। নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রচারে এই ম্যাসকট ব্যবহার করা হবে। এই ম্যাসকট ইতিমধ্যেই দারুণ সাড়া ফেলে দিয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584