করোনা থেকে মুক্তি পেতে গোমূত্র পান! কলকাতায় হোটেল কর্মীর মৃত্যু

0
220

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

কলকাতার নামী পাঁচতারা হোটেলে কর্মরত করোনা আক্রান্ত এক যুবক সংক্রমণ মুক্তির লক্ষ্যে গোমূত্র পান করে। এরপরই দ্রুত অবস্থার অবনতি হয়ে আক্রান্ত যুবকের মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম অনুকূল মণ্ডল (৩৬)।

BJP cow dunk agitation | newsfront.co
বিজেপির গোমূত্র সেবন কর্মসূচি। ফাইল চিত্র

বিজেপি-সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলির লাগাতার প্রচারে বিশ্বাসী হয়ে বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষিত নয় তেমন পন্থা অবলম্বনেই ঘটলো এই বিপত্তি বলে দাবী সংশ্লিষ্ট মহলের। জানা গেছে, গোমূত্র পান করতেই ভাইরাসবাহী শরীরে বিষক্রিয়া দেখা দেয়। তারপরই অনুকুল মণ্ডল মারা যান।

আরও পড়ুনঃ প্রয়াত প্রবীণ প্রাক্তন সিপিআইএম নেতা শেখ ইসরাইল

সম্প্রতি গেরুয়াপন্থী অভিনেতা অক্ষয় কুমার টুইটে দাবি করেন যে, তিনি রোজ গো-মূত্র সেবন করেন। বস্তুত, এই সমস্ত টোটকা শুনে প্রচুর অন্ধ বিশ্বাসী মানুষ গোমূত্র পান করছেন, গায়ে গোবর মাখছেন। চিকিৎসকদের মতে, এভাবে অন্ধ বিশ্বাসের ওপর নির্ভর থাকলে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যাবে।

আরও পড়ুনঃ রাজ্যে ২৪ ঘন্টায় নতুন করে সংক্রামিত ৩,৯৫৭, মৃত ৫৭, সুস্থ ৪,০৮৫

এই মৃত্যুর প্রসঙ্গ উত্থাপন করে আইনজীবী বিকাশ ভট্টাচার্য তাঁর ফেসবুক প্রোফাইলে সাফ লেখেন, যারা গোমূত্র সেবনের পক্ষে সওয়াল করছেন, তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে অভিযোগ হওয়া উচিত। তাদের চিহ্নিত করে কঠোরতম সাজা দেওয়া হোক। তবে, মৃতের পরিবার এই বিষয়ে আইনি পথে হাঁটবেন কি-না, এখনও জানা যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here