নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার দুপুরে মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায় আচমকা হুড়মুড় করে ভেঙে পড়ল ভূমি রাজস্ব দফতরের অধীনে থাকা একটি বাড়ি ৷ তবে ওই বাড়িটি এখনও ব্যবহার করা হয়নি বলে ভূমি রাজস্ব দফতর সূত্রে জানানো হয়েছে ।

কিন্তু ওই বাড়ির ভেতরে প্রচুর প্রয়োজনীয় জিনিসপত্র কাগজপত্র রয়েছে এমনটাই জানা গেছে ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ ৷ দমকলের একটি ইঞ্জিন নিয়ে দমকল বিভাগের কর্মীরাও সেখানে যায় । দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে। তবে ওই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে ডিএসও’র ডেপুটেশন
কাজের সময় ভূমি রাজস্ব দফতরের এর অধীনে থাকা বাড়িটি ভেঙে পড়ায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে ।যদিও বাড়িটি বহু প্রাচীন বাড়ি বলে জানা যায় । বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করেছে ভূমি রাজস্ব দফতর সেই সঙ্গে ওই ধ্বংসস্তূপে কেউ চাপা পড়ে রয়েছে কিনা তারও তল্লাশি শুরু করছে দমকল বাহিনীর কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584