শ্যামল রায়,বর্ধমানঃ
পূর্ব বর্ধমান জেলা জুড়ে ডেঙ্গুর জীবাণু মেলায় স্বাস্থ্য দফতরের আধিকারিকদের মধ্যে একাধিক প্রচার অভিযান করা হবে বলে আলোচনা হয়েছে।
বুধবার জেলার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা করেন জেলা পরিষদের সভাধিপতি
দেবু টুডু।উপস্থিত ছিলেন মুখ্যস্বাস্থ্য আধিকারিক প্রণব রায় এবং প্রবীর চট্টোপাধ্যায় সহ একাধিক আধিকারিক।
এদিন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লক এবং পৌরসভার তরফ থেকে একটি সমীক্ষা রিপোর্ট পেশ করা হয়। জেলার তেইশটি ব্লকের এবং ছয়টি পৌরসভার বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুতে আক্রান্ত একটি তথ্য পাওয়া গিয়েছে।
মঙ্গলকোটে আটজন মেমারী পৌরসভা একজন কাটোয়া পৌরসভায় পাঁচজন কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতি এলাকায় সাতজন কাটোয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতি এলাকা এছাড়াও পূর্বস্থলী ২ নম্বর ব্লকে নয়জন ,পূর্বস্থলী ১ ব্লকে একজন সহ বিভিন্ন ব্লকে অনেকেই আক্রান্ত হয়েছেন।
সভাধিপতি দেবু জানিয়েছেন যে সচেতনতা বৃদ্ধি করতে স্প্রে করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও একটি ফগিঙ মেশিন কেনার কথা বলা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584