ঝাড়গ্রাম শহরের পূর্বাশায় এবছরের পুজোর আকর্ষণ এক হাজার হাতের দুর্গা

0
178

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রাম পূর্বাশা এবার ৩৭ তম বর্ষ। পুজোর বাজেট ১৪ লক্ষ টাকা। পুজোর থিম ‘অগ্নিশিখা’। এই পুজোর বিশেষত্ব হল এক হাজার দুর্গা। ১২০ ফুটের প্যান্ডেলের বাইরে দেখা মিলবে এক হাজার হাতের দুর্গা।

one hundred hands durga in jhargram | newsfront.co
নিজস্ব চিত্র

ফাইবার দিয়ে এক হাজার হাতের দুর্গা তৈরি করা হচ্ছে। মন্ডপের দু’ধারে অগ্নিশিখা আলোক সজ্জার দিয়ে ফুটে উঠবে। মন্ডপের ভিতরে সুতো দিয়ে নক্সার কাজ দেখতে পাওয়া যাবে। প্যান্ডেলের সঙ্গে মানানসই সাবেকি প্রতিমা।

নিজস্ব চিত্র

প্লাস্টিক বর্জনের জন্য সচেতনতা বার্তা দেওয়া হবে। পঞ্চমী, দশমী ও একাদশীতে সাংস্কৃতিক অনুষ্ঠান। ঝাড়গ্রামের সেবায়তনের মূক ও বধির পড়ুয়ারাদের নবমীর দিনে নতুন জামাকাপড়, পড়াশুনার সামগ্রী দেওয়া হবে।

আরও পড়ুনঃ গিধনী স্পোর্টিং-এর পুজোয় এবার আমাজনের জঙ্গল থেকে বিশ্ব উষ্ণায়ন

এর পাশাপাশি ওই পুড়ুয়াদের অন্নভোগ খাওয়ানো ও শহরের বিভিন্ন পুজো দেখাবে এই পুজো কমিটির উদ্যোক্তারা। কন্যাভ্রুণ হত্যা,‘সেফ ড্রাইভ সেভ লাইভ’, কন্যাশ্রীর বার্তা দেওয়া হবে।

পুজো কমিটির সম্পাদক সোমনাথ পান্ডে বলেন, প্রতি বছর আমাদের পুজোয় চমক থাকে। এবারের চমক হল এক হাজার হাতের দুর্গা। সঙ্গে পুজো থেকে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here