অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
একোন অস্ট্রেলিয়া! সিডনিতে বর্ণবিদ্বেষের গরম হাওয়া ঠাণ্ডা হতে না হতেই ফের অভিযোগ। বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের নিশানায় ভারতীয় সমর্থকরাও? তৃতীয় টেস্টে সিডনির এক নিরাপত্তারক্ষী ভারতের এক সমর্থককে কটূক্তি করেন বলে অভিযোগ। শুধু এটুকুতেই নিস্তার মেলেনি। ‘নিজের দেশে ফিরে যাও’-মার্কা কথাও শুনতে হয় ভারতীয় সমর্থক কৃষ্ণ কুমারকে।
সিডনির এক খ্যাতনামা সংবাদপত্র জানিয়েছে, কৃষ্ণ কুমার নামের এক ভারতীয় সমর্থক বর্ণবিদ্বেষের অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় সমর্থক বর্ণবিদ্বেষের বিরুদ্ধে পিঙ্ক টেস্টের তৃতীয় দিনে চারটি ব্যানার নিয়ে আসেন। যাতে লেখা ছিল, “প্রতিদ্বন্দ্বিতা ভাল, কিন্তু বর্ণবাদ নয়।“ কিন্তু তাঁকে সিডনিতে উপস্থিত থাকা নিরাপত্তারক্ষী বাধ্য করেন সেই ব্যানারগুলি সরিয়ে নিতে।
আরও পড়ুনঃ পেইনকে ভদ্র হতে বললেন গুরু গ্রেগ
পিঙ্ক টেস্টের তৃতীয় ও চতুর্থ দিন বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। এ নিয়ে অভিযোগও জমা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। চলছে তদন্ত।
আরও পড়ুনঃ অসমের বিরুদ্ধে ছন্দ পতন, হার টিম বেঙ্গলের
এবার ভারতীয় সমর্থককে কটূক্তি করার অভিযোগ নথিভুক্ত হওয়ার পর সেই সমর্থক বলেছেন, “আমি কোনও ক্ষতিপূরণ চাইছি না, মেম্বারশিপ বা বিনামূল্যে টিকিটও খুঁজছি না। আমাকে কেন প্রতিবাদ করতে দেওয়া হল না। ঘটনার তদন্ত শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধু দেখার কোনো ফল হয় কি না!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584