শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
লকডাউন চলাকালীন রাস্তায় নিয়ন্ত্রন হারিয়ে টোটো উল্টে আহত হলেন এক মহিলা। শনিবার ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের থানা মোড় এলাকায়। জানা যায়, টোটোটি যাত্রী নিয়ে খুব জোরেই বালুরঘাট পুরসভার দিক থেকে এসে, থানা মোড় ঘুড়ে চকভৃগুর দিকে যেতে গিয়েই আচমকাই নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।
দেখা মাত্রই ঘটনাস্থলে থাকা স্থানীয়রা গিয়ে টোটোটিকে সোজা করে। এর পাশাপাশি টোটাটি উল্টোনোর সময়তেই ভেতরে থাকা মহিলা যাত্রীটি ছিটকে পড়ে যায় বলে স্থানীয় সূত্রে খবর। যদিও রাস্তায় ছিটকে পড়া আহত মহিলাকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
আরও পড়ুনঃ গভীর রাতে আই.আই.টি’র টেট মার্কেটে আগুন, ভস্মীভূত ১৩টি দোকান
তবে থানার সামনে এমনকি সিভিক ভলেন্টিয়ার থাকা সত্ত্বেও, লকডাউনের মধ্যে এভাবে বেপরোয়াভাবে টোটো চালকের ভুলে, পথ দূর্ঘটনার শিকার হলেন ওই মহিলা। এ কারণেই ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584