ডোমকলে জমিতে পাইপ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বচসা, জখম ১

0
72

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

জমি দিয়ে জল দেবার পাইপ ফেলাকে কেন্দ্র করে বাঁধে গন্ডগোল, পেটানো হল এক ব্যক্তিকে। জখম ব্যক্তির নাম জান মহম্মদ মন্ডল (৫০)। সোমবার মধ্যরাত্রে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের রায়পুর চোয়াপাড়া এলাকায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।

Injured person
জখম ব্যক্তি। নিজস্ব চিত্র

জানা যায়, সোমবার সকালে রাই সরিষার জমির মধ্যে দিয়ে জল দেবার পাইপ ফেলে আসাম সেখের ভাই। পাইপ ফেলার ফাইল সরিষার গাছ ভেঙ্গে যাওয়া দেখে তখনই প্রতিবাদ করেন জাহাঙ্গীর মিঞা। তবে তখন কিছু না বললেও বিকেলে দলবল বেঁধে জাহাঙ্গীরকে মারধর করে বলে অভিযোগ। তারপরে থানায় জানানো হলে ঘটনাস্থলে যায় পুলিশ।

Domkal Police station
নিজস্ব চিত্র

পুলিশ স্থানীয়দের সাথে কথা বলতে পৌঁছয় ওই এলাকায়, সেখানে জান মহম্মদের সাথে কথা বলে পুলিশ। তাই দেখে অভিযুক্তরা মনে করেন যে, জন মহম্মদ তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। আর সেই ভেবেই সুযোগ বুঝে মধ্যরাত্রে বাজার থেকে বাড়ি ফেরার সময় জান মহম্মদ মন্ডলের ওপর হামলা চালায় অভিযুক্তরা। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে।

আরও পড়ুনঃ ভগবানগোলায় পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

স্থানীয় এবং পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। পুরো ঘটনায় মঙ্গলবার সকালে ডোমকল থানায় ৭ জনের নামে লিখিত অভিযোগ করা হয়। যদিও অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here