নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বন্দরগছ এলাকায় চিতাবাঘের আক্রমণে আহত হন এক মহিলা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।জানা গিয়েছে, বুধবার রাতে আচমকাই স্থানীয়রা প্রথমে চিতাবাঘটিকে দেখতে পান। এরপর স্থানীয়রা লাঠিসোঁটা হাতে নিয়ে বেরিয়ে পড়েন।
এবং ঠিক তখনই এক মহিলার উপর হামলা করে বাঘটি। খবর দেওয়া হয় পুলিশ ও বনদফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ ও ঘোষপুকুর বনবিভাগের কর্মীরা। এরপর গোটা এলাকা তল্লাশি করে বনবিভাগের কর্মীরা। তবে কোন চিতাবাঘের দেখা মেলেনি ।
এর পাশাপাশি শব্দবাজিও ফাটানো হয়। যদিও স্থানীয়রা ওই এলাকায় খাঁচা পাতার দাবি করেন।এই বিষয়ে ঘোষপুকুর বনবিভাগের রেঞ্জার সোনম ভুটিয়া বলেন যে, আমাদের কাছে খবর যায় যে একটি চিতাবাঘ বেরিয়েছে।
আরও পড়ুনঃ হিলি মেল ডাকাতি স্মরণে অনুষ্ঠান দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের
সেই খবর পেয়েই ছুটে আসি। চিতাবাঘের আক্রমণে এক মহিলা আহত হয়েছেন। আমরা কোন চিতাবাঘ দেখতে পাইনি। তবে এলাকায় টহলদারি চালাচ্ছি। যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই খাঁচা পাতা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584