অমৃতা চন্দ, কোচবিহারঃ
তৃণমূলের দুই গোষ্ঠী যুব ও মাদারের মধ্যে গন্ডগোলের জেরে উত্তেজনা ছড়ালো দিনহাটা ২ নং ব্লকের নাজিরহাটের শালমারা এলাকা। শুক্রবার বিকেলে এই ঘটনায় একজন আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। আহত ওই তৃণমূল কর্মীর নাম আব্দুর রশিদ মন্ডল। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি বোমা ও একটি বর্শা উদ্ধার করে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন বিকেলে দিনহাটার শালমারা এলাকায় যুব ও মাদার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাধে। পরে তাঁ সংঘর্ষের রূপ নেয়। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এলে উভয় গোষ্ঠীর কর্মীসমর্থকরা ঘটনাস্থল থেকে চলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বোমা ও একটি বর্সা উদ্ধার করে। ওদিকে ওই ঘটনায় তৃণমূলের মাদার গোষ্ঠীর কর্মী বলে পরিচিত আব্দুর রশিদ মন্ডল প্রচন্ড আহত হয়। তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে শুয়েই তৃণমূল কর্মী আব্দুর রশিদ মন্ডল বলেন, আমি তৃণমূলের মাদার গোষ্ঠীর কর্মী। এদিন বিকেলে আমি বাড়ি ফিরছিলাম সেই সময় একদল তৃণমূলের যুব গোষ্ঠীর কর্মীরা আমার উপর চড়াও হয়। তারা আমার মোবাইল কেড়ে নিতে যায়। আমি না দেওয়াতে তারা আমাকে মারধর শুরু করে। আশপাশ লোকজন ছুটে এলে তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখানো হয়। এরপর প্রচন্ড আহত অবস্থায় আমাকে আশপাশের লোকজন হাসপাতালে নিয়ে আসে।
তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যখন গোষ্ঠী কোন্দল ভুলেই একসঙ্গে কাজ করার বার্তা দিয়ে চলেছেন, সেই সময় দিনহাটার শালমারা এলাকাতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584