সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
গ্রামের বাড়ি বাড়ি ভোটের কাগজ দেওয়া নিয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষ বাঁধলো।এই সংঘর্ষে গুরুতর আহত হলেন একজন।আহতের নাম ভোলানাথ সরকার (৩৪)।ঘটনাটি ঘটেছে ,দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন কোষ্টাল থানার হেঁতাল খালী গ্রামে।ঘটনা সূত্রে,তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি ভোটের কাগজ দিচ্ছিলেন ভোলানাথ সহ তাঁর সহ কর্মীরা।
আরও পড়ুনঃ গাড়ি-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১
এরপর সেই কাগজ দিতে তাদের পথে বাঁধা দেয় স্থানীয় কয়েকজন বিজেপি কর্মী।আর তাদের কথা মানতে নারাজ ভোলানাথ সহ তাঁর সহ কর্মীরা,এই নিয়ে বাকবিতণ্ডা শুরু, দু-পক্ষে মধ্যে সেই বচসার জেরে হঠাৎ কয়েকজন বিজেপি কর্মী লাঠি ও বাঁশ নিয়ে চড়াও হয় ভোলানাথের উপর এমনটাই অভিযোগ তারা এলোপাতারি মারতে থাকে ভোলানাথকে, তাকে বাঁচাতে এসে আহত হন তাঁর দুই সহ কর্মী।এরপর গুরুতর আহত অবস্থায় ভোলানাথকে উদ্ধার করে নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ভোলানাথ সরকার।এবিষয়ে সুন্দরবন কোষ্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করে তাঁর পরিবারের লোক।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584