নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের মধ্যে দিনভর রোজার উপবাস করেন যে সমস্ত মানুষ, তাদের ইফতারের খাবার বাড়ি বাড়ি পৌঁছে দিলেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য নুরউদ্দিন। প্রতি বছর এই রোজার সময় তিনি দুঃস্থ ও অসহায় মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করেন।
এবছর সংকটের মুহূর্তে তা করা যাচ্ছে না বলেই ওই মানুষগুলো যেন ইফতারের কর্মসূচি থেকে বাদ না পড়েন, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ওই পঞ্চায়েত সদস্য।
আরও পড়ুনঃ করোনা থেকে মুক্তি পেতে এবার নিরামিষ ভোজন
মঙ্গলবার তিনি ১০০টি বাড়িতে অসহায় ও দুঃস্থ পরিবারের হাতে তুলে দেন চাল, ছোলা, তেল সহ বিভিন্ন খাদ্যদ্রব্য। রোজা শুরু হওয়ার মুহূর্তে তিনি এইসব খাদ্যদ্রব্য প্রায় ১০০ জন অসহায় মানুষদের হাতে পৌঁছে দিয়েছেন। ইদের আগে আগামীদিনেও এভাবেই তিনি সাহায্য করবেন বলে জানান তিনি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584