মোহনপুরের রেমু এলাকা থেকে একটি পূর্ণ বয়স্ক বনবিড়াল উদ্ধার

0
172

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

cat rescue | newsfront.co
নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের রেমু এলাকা থেকে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক বনবিড়াল। উদ্ধার হওয়া বনবিড়ালটিকে প্রথমে স্থানীয় এলাকাবাসীরা মোহনপুর থানায় খাঁচাবন্দি করে দিয়ে আসে। পরে বেলদা বনবিভাগের হাতে সেটিকে তুলে দেওয়া হয় মোহনপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। স্থানীয় সূত্রে জানা যায় যে দীর্ঘদিন ধরে মোহনপুরের রেমু এলাকায় কোনও এক অজানা জন্তু গবাদি পশু ও বাড়ির হাঁস মুরগির উপর আক্রমণ করছে।

আরও পড়ুনঃ জালিয়াতির অভিযোগে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের গ্রেফতার ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’, ট্যুইট রাজ্যপালের

পরে এলাকাবাসীরা ওই জন্তুটিকে ধরতে ফাঁদ পাতে। রবিবার সকাল নাগাদ গ্রামবাসীদের পাতা ফাঁদে পড়ে পূর্ণবয়স্ক এই বনবিড়ালটি। পরে এলাকাবাসীরা মোহনপুর থানায় গিয়ে পুলিশ প্রশাসনের হাতে তা খাঁচাবন্দি অবস্থায় তুলে দেয়। এবং মোহনপুর থানার পুলিশের পক্ষ থেকে বেলদা বনবিভাগে যোগাযোগ করে বনবিভাগের হাতে সেটিকে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ বিএসএফের জালে রাণীনগর সীমান্তে ১৫১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার

বেলদা বনবিভাগের পক্ষ থেকে উদ্ধার হওয়া বন বিড়ালটির স্বাস্থ্য পরীক্ষা করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে মোহনপুর থানার রেমু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অনুমান ওই এলাকায় আরো বনবিড়াল থাকতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here