মহিষাদলে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু কলকাতা পুলিশ কর্মীর

0
48

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশকর্মীর। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত কাপাসএড়িয়ায়। মৃত ওই পুলিশকর্মীর নাম, মতিবুল মল্লিক(৩৭)।

dead officer | newsfront.co
মৃত পুলিশ কর্মী। নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর নাগাদ কাজ যোগ দেওয়ার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ওই ব্যক্তি। ওই পুলিশ কর্মী ৪১নং জাতীয় সড়কের কাপাসএড়িয়ার কাছে দাঁড়িয়ে ছিলেন, এমন সময় হঠাৎ একটি অ্যাম্বুলেন্স উল্টো দিক থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ওই পুলিশকর্মীকে ধাক্কা মারে। ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পুলিশকর্মীর।

এরপর মহিষাদল থানার পুলিশ গিয়ে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে নিয়ে আসে।জানা যায়, মৃত ওই ব‍্যক্তি কলকাতা পুলিশের একজন কর্মী। তার বাড়ি মহিষাদলের জগন্নাথপুর গ্রামে। গোটা ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে গোটা মহিষাদল এলাকায়।

পুলিশ ঘাতক ওই এম্বুলেন্সটিকে আটক করেছে। মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস জানান, “ওই ব‍্যক্তি জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকার সময় একটি এম্বুলেন্স এসে ধাক্কা মারে মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here