অবসরের দিনেই স্কুল এক লক্ষ টাকা উপহার প্রধান শিক্ষকের

0
180

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

one lac cash receive retired headmaster
নিজস্ব চিত্র

তিনি অবসর নিয়েছেন। স্কুলকে এক লক্ষ টাকা দান করলেন তিনি।স্কুল থেকে প্রথাগত অবসরের মুহূর্তে প্রিয় স্কুলকে এক লক্ষ টাকা দান করে নজির গড়লেন ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক অনুপকুমার দে।এদিন স্কুলের পরিচালন সমিতির সদস্যরা উত্তরীয়, শাল,মানপত্র উপহার দিয়ে অনুপবাবুকে বিদায়-সংবর্ধনা জানান।

আরও পড়ুনঃ বৈধ নথি থাকা সত্ত্বেও প্রধান শিক্ষককে কাজে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ

তারপর অনুপবাবু নিজের জমানো টাকা থেকে এক লক্ষ টাকার চেক তুলে দেন পরিচালন কমিটির সদস্যদের হাতে।অনুপবাবু বলেন, ‘স্কুলে পানীয় জলের রয়েছে কিন্তু ওই জল পরিশোধনের জন্য উপযুক্ত ব্যবস্থা নেই।তাই বড় মাপের জল পরিশোধন যন্ত্র কেনার জন্য স্কুলকে এক লক্ষ টাকা দিয়েছি।যাতে আগামী দিনে স্কুলের পড়ুয়াদের পানীয় জল নিয়ে কোন সমস্যায় পড়তে না হয়।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here