নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
এভাবেও ভালো রাখা যায়, সহনাগরিকের পাশে থাকা যায়। গত কয়েক দিনের বর্ষণ বিপর্যস্ত মুম্বাই দেখলো মানবিকতার নতুন চেহারা। টানা পাঁচঘন্টা জলমগ্ন শহরের রাস্তায় ঠায় দাঁড়িয়ে রইলেন একজন মহিলা, সামনে ঢাকনা খোলা ম্যানহোল, যাতে পথ চলতি কেউ ম্যানহোলে না পড়ে যান শুধুমাত্র পথচলতি মানুষদের সাবধান করে দেওয়ার জন্য অতক্ষন জলে ভিজে দাঁড়িয়ে রইলেন তিনি।
বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সারাদিন মুম্বাইয়ের এই ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি থেকে জানা গেছে পশ্চিম মুম্বাই এর তুলসী পাইপ রোডে এক অপরিচিত মহিলাকে দীর্ঘ পাঁচঘন্টা দাঁড়িয়ে থাকতে দেখেন সবাই, জলমগ্ন রাস্তায়। রাস্তায় যেকোনো লোককে ক্রমাগত সাবধান করেছেন যে সামনে খোলা ম্যানহোল, সেদিক দিয়ে যাতে কেউ না যান।
This video is from Tulsi Pipe Road in Matunga West, Mumbai. The lady seen in the video had been standing beside the open manhole for five hours to warn commuters driving on the road.
VC: Bhayander Gudipadva Utsav pic.twitter.com/FadyH175mY
— The Better India (@thebetterindia) August 7, 2020
মুম্বাইয়ের রাস্তায় ঢাকনা বিহীন ম্যানহোল খুবই পরিচিত দৃশ্য এবং প্রচুর দুর্ঘটনা ও ঘটে সারাবছর এই কারণে। আর জলমগ্ন রাস্তায় খোলা ম্যানহোল থাকলে দুর্ঘটনা অনিবার্য।
আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রূকুটি
মুম্বাই মিররের ২০১৯-এর একটি তথ্য বলছে গত ৫ বছরে ৩২৮টি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা খোলা ম্যানহোলে পড়ে গিয়ে এবং সমুদ্রে ডুবে গিয়ে।
অপরিচিত এক মহিলা অন্তত একজায়গায় একটাও দুর্ঘটনা ঘটতে দিলেন না শুধুমাত্র নিজের মানবিকতা বোধ থেকে, পাঁচ ঘণ্টা জলে দাঁড়িয়ে থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584