নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সম্প্রতি উত্তরপ্রেদেশের সোনভদ্র জেলার একটি স্কুলের ভিডিও নেটিজেনদের মধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, এক লিটারের একটি দুধের প্যাকেট বড় একটি সসপ্যানে ঢেলে তাতে জল মেশানো হচ্ছে স্কুলের শিক্ষার্থীদের জন্য যা ৮১ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হবে।
ভিডিও সৌজন্যঃ শ্রীস্বামী ইউ টিউব চ্যানেল
এই ঘটনাই আর এক বিতর্কিত ঘটনা মনে করিয়ে দেয়, যখন মির্জাপুরেরই একটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল এর নামে কিছু ছাত্রছাত্রীদের রুটি আর নুন খেতে দেখা গিয়েছিল।
সোনভদ্রের এই স্কুলটিতে বুধবার মিড-ডে মিল হিসাবে তেহরি(ভাতের সাথে মিক্সড ভেজিটেবল) আর দুধ দেওয়া হয়েছিল। কিন্তু রান্নাঘরে পর্যাপ্ত দুধ না থাকার জন্য দুধে জল মিশিয়ে অভাব মেটানোর চেষ্টা করা হয়। কোটা গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য দেব কালিয়া, এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
Another school meal shocker: One litre milk for 81 children in #Sonbhadra #UttarPradesh pic.twitter.com/aQL8deJdO0
— TOI Lucknow News (@TOILucknow) November 29, 2019
আরও পড়ুনঃ সাফাইকর্মী পদে আবেদনকারীর তালিকায় ইঞ্জিনিয়ার থেকে উচ্চশিক্ষিতদের ভিড়
একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “মিড-ডে মিল এর নিয়ম অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর ১৫০ মিলি করে দুধ পাওয়ার কথা। জুনিয়র হাই স্কুলগুলিতে সেই পরিমাণ মাথাপিছু ২০০ মিলি করে দাঁড়ায়।
প্যাটেল এই বিষয়ে বলেছেন, এটি স্কুল কর্তৃপক্ষের গাফিলতি ছাড়া কিছুই নয়। দুধের ঘার্তি সম্বন্ধে জানার পরই স্কুলে আরও দুধ আনা হয়েছিল।
এই ঘটনা আবার খোঁচা দিয়েছে মির্জাপুরের সেই প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল এর নামে রুটি-নুন খেতে দেওয়ার ভাইরাল ভিডিওকে। সেই ঘটনার পর সরকারকে অনেক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল।
স্কুলে সাংবাদিক ডেকে ভিডিও করার জন্য নির্ধারিত ব্যক্তি এবং ওই সাংবাদিককে সরকারের নাম খারাপ করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584