ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে ওই ব্যক্তি কোন এক পোল্ট্রি থেকে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন , তবে মানবদেহে ব্যাপক আকারে বার্ড ফ্লু সংক্রমণের সম্ভাবনা খুবই কম।
চীনে এবার মানুষের শরীরে H10N3 বা বার্ড ফ্লু-এর সংক্রমণের হদিশ মিললো। চীনের পূর্ব প্রান্তে ঝেনজিয়াং শহরে ৪১ বছর বয়সী এক ব্যক্তির শরীরে পাওয়া গিয়েছে সংক্রমণ। চীনের ন্যাশনাল হেলথ কমিশন একথা নিশ্চিত করেছে একই সঙ্গে তারা এও জানিয়েছে যে ব্যাপকভাবে মানবদেহে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
আরও পড়ুনঃ সম্মুখ সমরে রাজ্য ও কেন্দ্র!
এযাবৎ মানুষের শরীরে বার্ড ফ্লু-এর সংক্রমণের ঘটনা কখনো ঘটেনি। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের মতে এটি খুবই লো প্যাথোজেনিক ভাইরাস, ক্ষতির আশঙ্কা খুবই কম এবং পোল্ট্রিতে যে স্ট্রেনের ভাইরাস লক্ষ্য করা যায় তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বললেই চলে।
আরও পড়ুনঃ কুলি-খড়গ্রাম রাজ্য সড়কে মুখোমুখি দুটি ট্রাকের সংঘর্ষ, চাঞ্চল্য
বার্ড ফ্লুতে যে ব্যক্তি আক্রান্ত হয়েছেন তিনি আপাতত সুস্থই রয়েছেন এবং তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হবে কয়েকদিনের মধ্যেই। তাঁর যাবতীয় প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা নিরীক্ষায় পাওয়া যায়নি কোন গোলমাল। একই সঙ্গে এই কদিনে তাঁর কাছাকাছি যাঁরা এসেছেন তাঁদের পর্যবেক্ষণে রেখেও কোনো সংক্রমন দেখা যায়নি।
আরও পড়ুনঃ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিউটিতে জারি নতুন নির্দেশিকা, সপ্তাহে মিলবে ২-৩ দিন ছুটি
যদিও চীনের পোল্ট্রিতে কাজ করা মানুষজনের ক্ষেত্রে বিভিন্ন স্ট্রেনের এভিয়েন ইনফ্লুয়েঞ্জা পাওয়া গিয়েছিল আগে। ২০১৬-২০১৭ সালের মধ্যে বার্ড ফ্লু-এর H7N9 স্ট্রেনের সংক্রমণে প্রাণ হারান প্রায় ৩০০জন এর আগে বা পরে আর কোনো রকম ব্রাড ফ্লুতে মানুষের সংক্রমণের ঘটনা ঘটেনি।এমনকি সারা বিশ্বে কোথাও H10N3 ভাইরাসের সংক্রমন মানব শরীরে ইতিপূর্বে দেখা যায়নি বলেই জানিয়েছে চীনের ন্যাশনাল হেলথ কমিশন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584