নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
রীতিমত গর্ভগৃহ তৈরি করে বেআইনি আগ্নেয়াস্ত্র প্রস্তুতির কারখানা বেশ রমরমিয়ে চলছিল। কিন্তু পুলিশ গোপন সূত্রে সেই ‘কারখানার’ হদিশ পেয়ে গ্রেফতার করল অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার মালিককে। শুক্রবার তাকে আদালতে তোলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম হুমায়ুন শেখ। ৩৭ বছরের এই যুবক কালিয়াচক থানার পাটুয়াটুলি গ্রামের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। একটি ঘরের মাটির নিচে চলছিল আগ্নেয়াস্ত্র তৈরির ওই কারবার।
আরও পড়ুনঃ ফালাকাটা ব্লকের চার গ্রামকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা প্রশাসনের
সেই গোপন ডেরা থেকে একটি পাইপগান ও আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। উল্লেখ্য, কালিয়াচকে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি ‘কুটির শিল্পে’ পরিণত হয়েছে। এর আগেও স্থানীয় অস্ত্র কারখানার হদিশ পেয়েছিল পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584