নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
রবিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের ধামভিটা এলাকায় অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর এক বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে রেশনের সামগ্রী। এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত যুবকের নাম হরদেব রায়(২৬)। সে ধামভিটা এলাকারই বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে যে ওই ব্যক্তির বাড়ি থেকে মোট ১৫০০ কেজি রেশনের সামগ্রী উদ্ধার হয়েছে। তার মধ্যে চাল ৬০০ কেজি,গম ৬৮০ কেজি, আটা ৯৪ প্যাকেট,মুগ ডাল ১৯০ কেজি এবং ভ্যাজাল ডিজেল ৫০০ লিটার।
জানা গিয়েছে ওই যুবক বেশ কয়েক বছর ধরেই অবৈধ ভাবে বাড়িতেই রেশনের সামগ্রী মজুত রাখতো । এবং সেই সব সামগ্রী ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি হয়ে নেপালে পাচার করত।
আরও পড়ুনঃ করোনা ঠেকাতে চা শ্রমিকদের সচেতনতা বৃদ্ধির কর্মসূচি
তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। অপরদিকে এটাও প্রশ্ন উঠেছে যে কিভাবে ওই যুবক অবৈধ ভাবে রেশনের সামগ্রী মজুত রাখত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584