শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ক্ষোভটা পুঞ্জীভূত হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলে পরিবারের লোকজন একদিকে শেষ দেখা দেখতে পাচ্ছিলেন না, দেহগুলিও কোথাও পুড়িয়ে বা পুঁতে ফেলা হচ্ছিল, যা সংবিধান বিরোধী এবং পরিবারের কাছে অত্যন্ত বেদনারও বটে। তাই করোনা আক্রান্তদের ঠিকঠাক সৎকার পদ্ধতি তৈরি করা এবং মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার আর্জি নিয়ে শুক্রবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।
জানা গিয়েছে, এই মামলাটি দায়ের করেছেন ভিনিথ রুইয়া নামে জনৈক ব্যক্তি। আগামী মাসের ১১ তারিখ হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে।
আরও পড়ুনঃ হাইকোর্টের কর্মী-অফিসারদের জন্য ১৫টি বিশেষ বাস বরাদ্দ দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের
শুক্রবার আদালতের উল্লেখপর্বে মামলাকারীর আইনজীবী আদালতে উল্লেখ করেন, রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে করোনা আক্রান্ত ব্যক্তি বা মৃতদেহের সঙ্গে অশ্রদ্ধা করবেন না। তাদেরকে সম্পূর্ণ নিজের বলে মনে করুন। কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটা করা হচ্ছে, যা সংবিধান বিরোধী।
মৃত্যুর পর করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ কোথায় চলে যাচ্ছে, তার পরিবারের লোকেরাই জানতে পারছেন না। এমনকি পরিবারের লোকজনকে জানানোও হচ্ছে না, দেহ কিভাবে সৎকার করা হচ্ছে। এ নিয়ে আক্রান্তদের পরিবারের মধ্যেও ক্ষোভ তৈরি হচ্ছে। আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করুক।এই প্রসঙ্গে রাজ্যের বক্তব্য কি, তা জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী ১১ জুনের মধ্যে রাজ্যকে লিখিত বক্তব্য পেশ করতে হবে আদালতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584